ভাগ্য উন্নয়নের গল্প ১৭
মোছা: নাজবিন আক্তার
বালিপাড়া শাখা
আমি মোছা: নাজবিন আক্তার স্বামী মো: নজরুল ইসলাম গ্রাম- কানিহারী। আমি আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর বালিপাড়া শাখার কোকিলা-২ মহিলা সমিতির একজন সদস্য। আমি ২০০৯ সালে এই সংস্থার একজন সদস্য হিসেবে ভর্তি হয়। আমার স্বামী আর্থিক সমস্যার কারনে কোন ব্যবসা করতে পারছিলো না । অন্যের জমি ভাগে নিয়ে সামান্য চাষাবাদ করতেন। ইহাতে আমাদের সংসার চালানো খুবই কষ্ট হতো। তারপর আমি আসপাডা থেকে প্রথমে ১০,০০০ টাকা ঋণ নিয়ে একটি গরু কিনে তা পালন করতে থাকি। আমার স্বামীর কাজের টাকা থেকে কিস্তি দিতে থাকি ঋণ পরিশোধ হলে ২য় বার ২০,০০০টাকা ঋণ নিয়ে ২টি গরু কিনে মোট ৩টি গরু দিয়ে একটি ছোট খামার চালু করি। আমার স্বামী কাজের ফাকে আমাকে সহযোগীতা করে। আমার স্বামী একটি ব্যবসা শুরু করে আমার প্রথম কেনা গরুটি একটি বাচ্চা দেয়। আমি গাভীর দুধ বিক্রি করে স্বামীর ব্যবসার পুজি দেই। আমি আবারও ৪০,০০০ টাকা ঋণ নিয়ে আরও একটি গাভী ক্রয় করি। আমার সংসারে সচ্ছতা ফিরে আসে। আমার গরুর খামার বড় হতে থাকে বর্তমানে আমার খামারে ছোট বড় মিলিয়ে ৯টি গরু আছে। এখন আর আমার সংসারে কোন অভাব নেই দুধ বিক্রি করে আমার সংসার ভালভাবেই পরিচালিত হচ্ছে। এখন আর আমার স্বামীর অন্যের কাজ করতে হয়না। এখন আমি আমার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করছি। আসপাডার সহযোগীতাই আজ আমি অনেক সুখী। আমি আসপাডা সংস্থার সাফল্য ও মঙ্গল কামনা করি।