Case Study

IMG20240203133539 (1)

কেইস স্টাডি ১

অসহায় কমলা খাতুন আজ স্বাবলম্বী

আমরা বেশিরভাগ ক্ষেত্রে ঋণ কার্যক্রমের আওতায় নারীদের সামনের দিকে নিয়ে আসছি। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য যদি জীবনজীবিকার মান উন্নয়ন, দারিদ্রবিমোচন, সম্মানজনক কর্মসংস্থান এবং অস্মতা দুরিকরন হয়ে থাকে তাহলে নারীদেরকেই বেশী প্রাধান্য দেওয়া প্রয়োজন। কর্মসংস্থান বঞ্চিত সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সংখ্যা গরিষ্ট তারাই। তারাই শিশুদের অত্যন্ত কাছের অবলম্বন। তাই নারীরাই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার একমাত্র চাবিকাঠি।

IMG_6319_11zon

কেইস স্টাডি ২

অসহায় জোসনা আজ স্বাবলম্বী

জোসনা একজন শপিং ব্যাগ বিক্রেতা তার বয়স ৩৬ বছর। ময়মনসিংহের আকুয়া পশ্চিম পাড়ায় বাস করেন তিনি। জীবন সংগ্রামে তিনি একজন দক্ষকর্মী। জীবনের প্রতিটি সমস্যাকে তিনি মোকাবেলা করেছেন অত্যন্ত দক্ষতার সাথে। স্বামী হারুন অর রশিদের সাথে তার বিয়ে হয় ১৮ বছর বয়সে। পারিবারিক পরিবেশ ছেড়ে নতুন পরিবেশের সাথে খুব সহজেই মানিয়ে নেয় জোসনা। স্বামীর অভাবের সংসারে দারিদ্রতার সাথে যুদ্ধ করে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েন তিনি।