ভাগ্য উন্নয়নের গল্প ১
মোছা: সাহেরা খাতুন
দাপুনিয়া -৩ শাখা
আমি মোছা: সাহেরা খাতুন, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর দাপুনিয়া -৩ শাখার অন্তর্গত বাসন্তি মহিলা সমিতির একজন নিয়মিত সদস্য। আমার পরিচিতি কোড হল ০২৭-০২৫-০২৫। এক সময় আমি অনেক দরিদ্র ছিলাম। আমার স্বামী দিন মুজুর ছিল। কাজ থাকলে আমাদের আহার জুটত। আর কাজ না থাকলে আমাদের অনাহারে, অর্ধাহারে থাকতে হত। এমতাবস্থায়, এক পরিচিত জনের কাছ থেকে আসপাডার খোজ পাই। আসপাডার সমিতি থেকে প্রথমে দশ হাজার টাকা ঋণ নিয়ে আমার স্বামীকে একটি ভ্যান ক্রয় করে দেই। আমার স্বামী ভ্যান চালিয়ে সমিতির কিস্থি চালানোর পাশাপাশি সংসারের অন্ন বস্ত্রের ব্যাবস্থা করা শুরু করে। প্রথম ঋণ পরিশোধের পর আবার বিশ হাজার টাকা ঋণ গ্রহন করি। এই টাকা দিয়ে একটি গরু ক্রয় করি। গরুর দুধ বিক্রি করি এবং নিজেরাও খেতে পারি এবং কিস্থি চালাতেও কোন প্রকার বেগ পেতে হয়না। এভাবেই একটি গরু হতে আরো চার টি গরু হয়। এভাবে ধীরে ধীরে সংসারের অভাব দূর হতে থাকে। পরবর্তীতে ঋণ গ্রহন করে এক খন্ড জমি ক্রয় করি। ক্রমন¦য়ে বাড়ীতে একটি টিনের ঘর তৈরী করি, টিউবওয়েল বসাই, এবং স্বাস্থসম্মত পায়খানা তৈরী করি। যে খানে ছেলে মেয়েদের মুখে দু বেলা দু মুঠু ভাত তুলে দেওয়া কঠিন ছিল, এখন তাদেরকে পড়ালেখা করার পরিবেশ সৃষ্টি করে দিয়েছি। এখন আমার ছেরে মেয়েরা নিয়মিত স্কুলে যায় এবং লেখা পড়া করে। আমি আসপাডা সমিতির সহায়তায় ও আসপাডার কর্মীদের পরামর্শমতে কাজ করে আমার সংসারের অভাব দূর করে জীবনের মান উন্নয়ন করতে সক্ষম হয়েছি। দোয়া করি আসপাডা যেন আমার মত হাজারও হতদরিদ্র ভ’মিহীন মহিলাদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনের মান উন্নয়ন করতে পারে। আসপাডা সারা বিশ্বে বিস্তার লাভ করুক এটাই আমি কামনা করি।