ভাগ্য উন্নয়নের গল্প ২১
মোছাঃ হাজেরা খাতুন
দাপুনিয়া-১ শাখা
আমি মোছাঃ হাজেরা খাতুন, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর দাপুনিয়া-১ শাখার অন্তর্গত উদয় মহিলা সমিতির এক জন নিয়মিত সদস্য। আমার পরিচিতি কোড ০২৩-০৭০-০০৪। আমার স্বামী এক সময় বেকার ছিল, তার কোন রেজগার ছিল না। বিয়ের পর পর আমার সংসারের অবস্থা একদম নুন আনতে পানতা ফুরায়। ভ’মিহীন স্বামী, থাকত তার নানার বাড়ীতে, ছোট একটা জরাজীর্ন ঘরে। এই অবস্থায় আমি এক পরিচিত জনের মাধ্যমে আসপাডা সমিতির কথা জানতে পারি। সমিতিতে ভর্তি হয়ে দশ হাজার টাকা ঋণ গ্রহন করে, আমার বেকার স¦ামীকে একটা রিক্সা কিনে দেই। রিক্সা কিনার পর সঙসারের অন্ন বস্ত্রের ব্যাবস্থার পাশাপাশি কিস্থি পরিশোধ করতে থাকি। ২য় ঋণের টাকা দিয়ে একটি গরু ক্রয় করি । এই গরু পরবর্তীতে আরো পাঁচটি গরু হয়। এর মধ্য থেকে দুইটি গরু বিক্রি করে এক খÐ জমি ক্রয় করি। এর পর আবার ঋন নিয়ে, ঋনের টাকা দিয়ে সুন্দর একটি টিনের ঘর তৈরী করি। এখন আমার বাচ্চারা স্কুলে যায। আমার সংসার এখন আর্থিক দিক দিয়ে অনেক স্বচ্ছল। আর এই সবের পিছনে রয়েছে আসপাডা সংস্থার আর্থিক সহায়তা এবং আসপাডা কর্মীদের সুপরামর্শ। এই সংস্থা পাশে না থাকলে হয়ত আমার ভাগ্যের পরিবর্তন হতনা। দোয়া করি যেন সারা বিশে^ বিস্তার লাভ করতে পারে এবং আমার মত হাজারও ভ’মিহীন মহিলার পাশে দাড়াতে পারে।