ভাগ্য উন্নয়নের গল্প ২০

মোছাঃ আমেনা খাতুন

দাপুনিয়া-১ শাখা

আমি মোছাঃ আমেনা খাতুন, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর দাপুনিয়া-১ শাখার অন্তর্গত চম্পাকলি মহিলা সমিতির এক জন নিয়মিত সদস্য। আমার পরিচিতি কোড ০২৩-০২৮-০২২। আমার স্বামী বেকার ছিল, তার কোন রোজগার ছিলনা। যারফল সংসারে সবসময় অভাব লেগে থাকাকত। ২০০৬ সালে সর্ব প্রথম আসপাডা সংস্থা হতে দশ হাজার টাকা ঋণ নেই। এই টাকা দিয়ে আমি আমার বাড়ীর পাশের রাস্তায় একটা চা য়ের দোকান দেই। এই সময় আমার অবস্থা ভাল ছিল না, তাই আমাকে কেউ আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে নাই। কিন্তু আমি আসপাডা সংস্থা হতে নিয়মিত ঋণ নিয়ে সংসারের অনেক উন্নয়ন করি। আমি ভ’মিহীন ছিলাম, আমার কোন জায়গা জমি ছিল না, আসপাডা সংস্থা হতে ঋণ নিয়ে জমি কিনি। সেখানে বাড়ী তৈরী করি। বর্তমানে আমার একটি পাকা বাড়ী আছে। পরবর্তীতে আমি বিশ হাজার টাকা নিয়ে একটি গাভী ক্রয় করি। সংসারের অভাব আস্তে আস্তে কমতে থাকে। বিশ হাজর টাকা পরিশোধ করে ত্রিশ হাজার টাকা ঋণ গ্রহন করি । এই টাকা দিয়ে আমি আমার দোকান বড় করি। দোকানে কেনাবেচা বাড়তে থাকে। আর এদিকে আমার গরুর সংখ্যা বাড়তে থাকে। এখন আমার দশটি গরু নিয়ে এক টি গরুর র্ফাম আছে। এখন গরুর দুধ বিক্রি করে সংসার চালাতে ও ঋণের কিস্থি চালাতে আর কোন সমস্যা হয়না। ত্রিশ হাজার টাকা পরিশোধ করে আটচল্লিশ হাজার টাকা ঋণ নিয়ে আরো একটি গরু ক্রয় করি। দিন দিন আমার সংসারের আরো উন্নতি হচ্ছে। আসপাডা সংস্থা আমাকে সহযোগীতা না করলে, হয়ত আমি এত দূর আসতে পারতাম না। তাই আমি সবসময় আসপাডা সংস্থার শুভ কামনা করি।