ভাগ্য উন্নয়নের গল্প ১২

মো: খোকন মিয়া

ধানীখোলা শাখা

আমি মো: খোকন মিয়া পিতা: আলাউদ্দিন গ্রাম- সুম্মখ বৈলর। আমি আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন ধানিখোলা শাখার ধুমকেতু পুরুষ সমিতির একজন সদস্য। আমি প্রথমে আসপাডা থেকে ৪০,০০০টাকা ২য় বার ৬০,০০০ টাকা ৩য় বার ৮০,০০০ টাকা ৪র্থ বার ১২০,০০০ টাকা ৫ম বার ১৫০,০০০ টকা ৬ষ্ঠ বার ২০০,০০০ টাকা এবং ৭ম বার ২০০,০০০ টাকা ঋণ নিয়ে প্রথমে একটি ছোট ঘর নিয়ে ইলেকট্রনিক্স এর কাজ শুরু করি পরের বার ১টি জেনারেটর ক্রয় করি এবং একটি বড় ঘর ভাড়া নেই। বর্তমানে জেনারেটর থেকে মাসে ৩০,০০০ টাকা ইনকাম হচ্ছে। আমার নিজের মটর মিস্ত্রির দোকানে ২জন লোক কাজ করতেছে। আমার আসপাডাতে ৫০০০,২০০০,২০০০,১০০০ করে মোট ৪টি ডি,পি,এস জমা আছে। আমি আসপাডাকে খুব ভালবাসি। বিশেষ করে আসপাডার সকল স্যারদের পরামর্শে আমার এই সফলতা এবং আমি নিজেও খুব ভাল আছি। আমি আসপাডা সংস্থার সাফল্য ও মঙ্গল কামনা করি।