ভাগ্য উন্নয়নের গল্প ৩

মোছা: ছালেহা খাতুন

ধানীখোলা শাখা

আমি মোছা: সালেহা খাতুন, স্বামী – মৃত হাতেম আলী, গ্রাম- ভাটি দাসপাড়া। আমি আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর ধানীখোলা শাখার মৌসুমী মহিলা সমিতি সদস্য। আমার কোন ছেলে সন্তান নাই। মেয়ের ঘরের ছেলেকে নিয়ে সংসার যুদ্ধ শুরু করি। প্রথমে ইউ.পি. থেকে কিছু ভাতা পাই যা আমার সংসার চলে না। তার পর থেকে আসপাডা সংস্থার সন্ধান পাই। ওখান থেকে প্রথমে দশ হাজার টাকা ঋন নিয়ে নাতীকে একটা ভ্যান ক্রয় করে দেই। পরবর্তীতে পনের হাজার টাকা ঋণ নিয়ে একটা বকনা গরু কিনি। এরপর পচিশ হাজার টাকা ঋণ নিয়ে একটি অটো ভ্যান ক্রয় করি। এরপর ত্রিশ হাজার টাকা ঋণ নিয়ে এবং অটো থেকে আয় করে দেড় কাঠা জমি ক্রয় করি। এরপর বকনা গাভী হয়ছে। জমি বন্ধকী রেখেছি ঘরে ফ্রিজ, টিভি, খাট ক্রয় করেছি। ১০টি চেয়ার ক্রয় করেছি সঞ্চয় ডি,পি,এস জমা করেছি। ২টি টিনের ঘর করেছি বর্তমানে কোন অভাব নেই। দারিদ্রতা ও প্রিয় লোককে হারানো ব্যাথা দুটি সঙ্গী করে সংসার যুদ্ধে সফল হয়েছি আসপাডার সহযোগিতায়। আমি আসপাডা সংস্থার সাফল্য ও মঙ্গল কামনা করি।