ভাগ্য উন্নয়নের গল্প ১১

মোছা: জহুরা খাতুন

দাপুনিয়া-২ শাখা

আমি মোছা: জহুরা খাতুন, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর দাপুনিয়া-২ শাখার অন্তর্গত একতা কৃষক মহিলা সমিতির এক জন নিয়মিত সদস্য। আমি একজন খুব দরিদ্র মহিলা ছিলাম। আমার স্বামী এক জন দিন মজুর ছিল। কাজ থাকলে আমাদের আহার জুটত, না থাকলে দুই বাচ্ছা সহ আমাদের অনাহারে থাকতে হত। এ অবস্থায় এক পরিচিত জনের কাছ থেকে আসপাডা সমিতির খুজ পাই। আসপাডাতে সদস্য হওয়ার পর আমি দশ হাজার টাকা ঋণ গ্রহন করি। ঋণের সেই টাকা দিয়ে আমার স্বামী গরুর ব্যাবসা শুরু করে। গরুর ব্যাবসায় করে আমার স্বামী সংসারের উন্নতি করতে থাকে। এর পর আমি বিশ হাজার টাকা ঋন নিয়ে এই টাকা আমার স্বমীর ব্যাবসার কাজে লাগায়। আমার স্বামীর গরুর ব্যাবসার বেশ উন্নত হতে খাকে। এখন আমার আর্থিক অবস্থা বেশ ভাল। আমার ছেলে মেয়েরা স্কুলে যায় । আমার সংসার এখন আর্থিক দিক দিয়ে অনেক স্বচ্ছল। আর এই সবের পিছনে রয়েছে আসপাডা সংস্থার আর্থিক সহায়তা এবং আসপাডা কর্মীদের সুপরামর্শ। এই সংস্থা পাশে না থাকলে হয়ত আমার ভাগ্যের পরিবর্তন হতনা। দোয়া করি যেন সারা বিশে^ বিস্তার লাভ করতে পারে এবং আমার মত হাজারও ভ’মিহীন মহিলার পাশে দাড়াতে পারে।