ভাগ্য উন্নয়নের গল্প ৬

দিপ্তী ভৌমিক

ধানীখোলা শাখা

আমি দিপ্তী ভৌমিক স্বামী শ্যামল কান্তি ভৌমিক গ্রাম পাজলাচর আমি আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর ফুলছায়া মহিলা সমিতির একজন সদস্য। আমি আসপাডা থেকে প্রথমে ১০,০০০ টাকা ঋণ নিয়ে একটি গাভী ক্রয় করি। বর্তমানে ২০,০০০ টাকা পরিশোধ করেছি । ১০ কাঠা জমি বন্ধক রেখেছি দুই ছেলে পড়ালেখা করতেছে, স্বামী টিউশনি করে, আসপাডাতে সঞ্চয় জমা আছে ২০,০০০ টাকা এবং ডি,পি,এস আছে ৫০০ টাকার একটি এবং ২০০ টাকার একটি গাভীর দুধ বিক্রি এবং আমার স্বামীর টিউশনির টাকা দিয়ে আমার সংসার ভালই চলতেছে। বর্তমানে আমার সংসারে কোন অভাব নেই। আসপাডার সহযোগীতায় আমার সংসার নিয়ে এখন আমি খুব ভাল আছি। আমি আসপাডা সংস্থার সাফল্য ও মঙ্গল কামনা করি।