ভাগ্য উন্নয়নের গল্প ১৯

মোছা: ফাতেমা বেগম

বালিপাড়া শাখা

আমি মোছা: ফাতেমা বেগম স্বামী মো: আলমগীর হোসেন গ্রাম- বিয়ারা আউলিয়া নগর। আমি আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর বালিপাড়া শাখার বনলতা সমিতির একজন সদস্য। আমি ২০১২ সালে আসপাডায় ভর্তি হয়ে বিভিন্ন সময়ে ঋণ গ্রহন করি। প্রথম ৮০০০ টাকা নিয়ে হোটেল ব্যবসা শুরু করি। এরপর পর্যায়ক্রমে ১২,০০০ এবং ১৮,০০০ ঋণ নিয়ে হোটেল ব্যবসার কাজে লাগাই ৪র্থ বার ২৫,০০০ টাকা ঋণ নিয়ে একটি ঘর নির্মান করি ৫ম বার ৩৫,০০০ টাকা নিয়ে হোটেলের পুজি বৃদ্ধি করি ৬ষ্ঠ বার ৪৮,০০০ টাকা ঋণ নিয়ে হোটেল ব্যবসায় লাগাই এবং একটি গাভী ক্রয় করি। আসপাডা সংস্থায় যোগদানের আগে আমার সংসার চালানো খুবই কষ্ট হতো। আমার থাকার মতো ভাল কোন বসত বাড়ীও ছিলনা। বর্তমানে আসপাডার সহযোগীতায় আমার সংসারে কোন অভাব নেই । আমি এখন আমর স্বামী সন্তান এবং শশুর শাশড়ীকে নিয়ে সুখের সংসার করছি। আমি আসপাডা সংস্থার সাফল্য ও মঙ্গল কামনা করি।