ভাগ্য উন্নয়নের গল্প ৪

মোছা: মুর্শিদা খাতুন

ধানীখোলা শাখা

আমি মোছা: মুর্শিদা খাতুন, স্বামী সুরুজ আলী, গ্রাম- চরকুমারিয়া। আমি আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর ধানীখোলা শাখার মেঘনা মহিলা সমিতির সদস্য। আমি ১ম বার ১০,০০০ টাকা ঋণ নিয়ে চা-পানের ব্যবসা শুরু করি ২য় বার ১৫,০০০ টাকা ঋণ নিয়ে একটি গাড়ি ক্রয় করি ৩য় বার ২৫,০০০ টাকা ঋণ নিয়ে জমি বন্ধক রাখি ৪র্থ বার ৪০,০০০ টাকা ঋণ নিয়ে আরও ৫কাঠা জমি বন্ধক রাখি ৫ম বার ৬০,০০০ ঋণ নিয়ে ১ কাঠা জমি ক্রয় করি ৬ষ্ঠ বার ৮০,০০০ টাকা ঋণ নিয়ে একটি ঘর নির্মান করি। বর্তমানে আমার মাছ চাষ আছে ব্যবসা ভাল চলছে এবং মেয়ের পড়ালেখাও ভাল চলছে। আমার ৩টি ডি,পি,এস ৫০০,৫০০,১০০০ টাকা জমা হচ্ছে আমার কোন সমস্যা নেই। আসপাডার সহযোগীতায় আমি ভাল আছি। আমি আসপাডা সংস্থার সাফল্য ও মঙ্গল কামনা করি।