ভাগ্য উন্নয়নের গল্প ১৮

মোছা: রাজিয়া বেগম

বালিপাড়া শাখা

আমি মোছা: রাজিয়া বেগম স্বামী মো: ওয়াহেদ মিয়া গ্রাম- পাটুলী আউলিয়া নগর। আমি আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর বালিপাড়া শাখার হিমেল মহিলা সমিতির একজন সদস্য। আমি ২০১২ সালে আসপাডা সংস্থায় ভর্তি হয়ে পর্যায় ক্রমে ঋণ গ্রহন করি প্রথমে ১০,০০০ টাকা ঋণ নিয়ে একটি পিকআপ গাড়ীতে অংশ্য নেই। পরবর্তীতে ঋণ নিয়ে একটি মুরগীর খামার তৈরি করি। তারপর খামারের পাশাপাশি পুকুরে মাছ চাষ শুরু করি। বর্তমানে আমার ব্যবসায় বেশ উন্নতি করতে পেরেছি। ব্যবসায়ী কাজে সুবিধার জন্য নিজস্ব একটি পিকআপ গাড়ী কিনেছি। মালামাল সরবরাহ করার ক্ষেত্রে নিজস্ব গাড়ী থাকায় কম খরচে বেশী আয় করতে পারছি। আসপাডায় যোগদানের আগে আমার খুব কষ্টে দিন যাপন করতে হতো। সংসার সুন্দর ভাবে চালাতে পারতাম না বাড়ীতে বসবাস করার মতো ভাল কোন বসত ঘর ছিলনা। বর্তমানে আসপাডার সহযোগীতায় আমি ভাল করে চলতে পারছি। আমার সংসারে কোন অভাব নেই। আমি আসপাডা সংস্থার সাফল্য ও মঙ্গল কামনা করি।