ভাগ্য উন্নয়নের গল্প ৮

মোছা: রাণী আক্তার

ধানীখোলা শাখা

আমি মোছা: রাণী আক্তার স্বামী আব্দুর রহমান। আমি আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর ধানিখোলা শাখার আশার আলো মহিলা সমিতির একজন সদস্য। আমি প্রথমে আসপাডা থেকে ১০,০০০ ঋণ করে একটি বকনা ছোট বাছুর ক্রয় করি ২য় বার ১৫,০০০ টাকা ঋণ নিয়ে ২ কাঠা জমি বন্ধকী রাখী ৩য় বার ২০,০০০ টাকা ঋণ নিয়ে ৫ কাঠা জমি বন্ধকী রাখি ৪র্থ বার ৩৫,০০০ টাকা ঋণ নিয়ে আর একটি গাভী ক্রয় করি বর্তমানে আমার ২ টি গাভী ২২ লিটার দুধ দিচ্ছে ১ ছেলে গার্মেন্টসে চাকরী করে আমার স্বামী গাভী পালন করে এবং অন্যের কাজ করে। আমাদের মাঝে কোন ঝগড়া নেই আমার সংসার সুখের সংসার। এই সবকিছুর পেছনে আসপাডার অবদান। আমি আসপাডা সংস্থার সাফল্য ও মঙ্গল কামনা করি।