ভাগ্য উন্নয়নের গল্প ১০

মোছা: সুফিয়া আক্তার

ধানীখোলা শাখা

আমি মোছা: সুফিয়া আক্তার আমার স্বামী মোহাম্মদ আলী গ্রাম- চরকুমারিয়া। আমি আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর ধানিখোলা শাখার পুষ্প মহিলা সমিতির একজন সদস্য। আমি প্রথমে আসপাডা থেকে ১০,০০০ টাকা ঋণ নিয়ে মাছের পোনা চাষ করি পরবর্তীতে পর্যায় ক্রমে ১৫,০০০ ২০,০০০ ৪০,০০০ টাকা ঋণ গ্রহন করে ব্যবসার কাজে লাগিয়ে বর্তমানে আমার ৩টি বড় পুকুর আছে, পুকুর পারে ভিবিন্ন রকমের সবজি চাষ করছি যা নিজেরা খাচ্ছি এবং বাজারে বিক্রি করে বাচ্চাদের স্কুলের খরচ এবং সঞ্চয় ও ডি,পি,এস জমা করছি। আমার সংসার সুখের সংসার এ সবই সম্ভব হয়েছে আসপাডার কারনে। আমি আসপাডা সংস্থার সাফল্য ও মঙ্গল কামনা করি।