ভাগ্য উন্নয়নের গল্প ১৬

মোছা: সুফিয়া বেগম

বালিপাড়া শাখা

আমি মোছা: সুফিয়া বেগম স্বামী মো: আফাজ উদ্দিন গ্রাম- বালিপাড়া আউলিয়া নগর। আমি আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর বালিপাড়া শাখার নিরাপদ মহিলা সমিতির একজন সদস্য আমি আসপাডা থেকে প্রথমে ৮০০০ টাকা ঋণ নিয়ে বাড়িতে ঝাড়ুর ব্যবসা করি। এক পর্যায়ে দফায় দফায় ঋণের পরিমান বাড়িয়ে আমার ব্যবসা বড় করতে থাকি বর্তমানে ৪৫,০০০ টাকা ঋণ নিয়ে এলাকার আরও বেশ কয়েকজন লোকদের ঝাড়ুর এই ব্যবসা করার ব্যবস্থা করে দেই। আমার স্বামী বর্তমানে ঢাকা ময়মনসিংহ শহর সহ আরও বেশ কয়েকটা শহরে ঝাড়– বিক্রি করে আসছে। এতে আমার স্বামী প্রতি মাসে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করে। বর্তমানে থাকার জন্য একটি বসত বাড়ী নলকূপ এবং স্যানেটারী ল্যাপটিন ব্যবহার করছি। আসপাডা সংস্থার সহযোগীতা পাওয়ার পুর্বে আমাদের জীবন যাপন খুবই কষ্টের ছিল তিন বেলা ঠিকমতো খেতে পারতাম না। বাচ্চাদের ভাল কোন খাবার বা পোশাক এনে দিতে পারতাম না আগের কথা মনে হলে এখন চোখে পানি আসে । আসপাডার সহযোগীতায় আমার এই সফলতা। আমি আসপাডা সংস্থার সাফল্য ও মঙ্গল কামনা করি।